
A Mystery of Life
Looking at the stars seeing the conundrum
This is the fate of all earthlings at this spot,
And knowing that everything around us is random,
That we won’t be saved from our evil rock.
It's not easy being a mortal creature.
To know in advance, there is no salvation
Even if you live here for a hundred ages
Alas, your trace will be forgotten in deterioration
The years will fly by like clueless moments
And in a while, you will be a gray-haired man
My head is still full

सैलाब
मेरे हालात से तेरे हालात का रिश्ता है ऐसा कि बंद दीदों में जैसे सैलाब जा मिले लड़खड़ाते ही सही चाहे बेअदबी से कुछ ऐसे जवाब दो ज़िंदग़ी को काफ़िर कि ग़म को कोई हिजाब ना मिले जो छूपा लोगे इसे ये नासुर सा बनेगा मेरे सबब,मेरी चाहतों में है बस इतना ही कि आतिश को कोई लिबास ना मिले वर्ना कहा रोक पाओगे स्वाह होते इसे न पनाहो न दफ़न करो बस ख़बरदार रहो कि तिश्नग़ी को कोई जज़्बात ना मिले #HindiPoetry #HindiMagazine #poetry #bahomanmagazine #Bahoman #Magazine #परयकशरम #PriyankaSharma #सलब

Few love stories
A few lovers to visit the park after eleven at the same bench , where they loved to meet . The young green grasses fail to recognise him . The young plastic laid aside thinks him a vagabond . A few , still in search of handkerchief under their seat . There is a lake in front of the seat . Many stones laid silently under water that had been thrown long back . They got separated and failed to raise high as a mountain . The day walks close to its end . Still , a few lovers to wa

Death knell
I was a river in my past , Still I fear of drowning at present . It has rained . The heavy storm has blown my favourite design from the shirt , song And the life long creation My poems .... Now I can find life's shadow in the silent faces Of water , Cuts and wounds , watery veins . Mother , I am dying ... I was a river in my past , Still I fear of drowning at present . Every streets today has been washed ; In the rains of blood .... Translated by Sandip Das #poetry #englishpo

দুর্গা তুমি কার জন্য আসো ? ?
দুর্গা তুমি কার জন্য আসো ? খড়ের বাঁধন, মাটির লেপন নির্ঘুম চোখে পটুয়া স্যাঁতস্যাঁতে ঘর, এদো গলি দিনান্তে দিন খাওয়া। দুর্গা তুমি কার, তুমি কার জন্য আসো ? সাঁঝের বেলা কাঁচের চুড়ি, সস্তা মেকআপ দরজা খুলি, গলির মোড়ে বাবুর ভিড়, জীবন যেন মরার খুলি। দুর্গা তুমি কার, তুমি কার জন্য আসো ? লোকাল ট্রেনে, কাকভোরে বস্তা মাথায় চালের মাসি, আঁচল হাতে তোলাবাজ, ভাগ জোটেনি টেনে ধরে সায়ার রশি। দুর্গা তুমি কার, তুমি কার জন্য আসো ? মুষ্টিবদ্ধ রুক্ষচুল খিদের পেটেয় জোটে কিল চড় আর লাথি, দুধ পায়না কোলের

নবযৌবনা
বৃষ্টি পরে টাপুর টুপুর,
ওরে, ও নব যৌবনা---
এই দেখ, তোর রুপোর নুপুর।
অনেক তো হলো পুতুল খেলা,
চল, পড়বি শাড়ি পলাশী রঙা,
বয়ে যায় যে, গোধূলি বেলা।
আকাশ কালোয় মুক্ত বেণী,
তারা বোনা, জোছনা শাড়ি,
ওইরূপে তোকে যে খুব চিনি।
হঠাৎ কোথাও বজ্রাঘাতে
বিদ্যুতের ওই ঝিলিক জুড়ে,
কোনো এক ধ্বংস লীলা খেলায় মাতে।
প্রমাদ গোণা র শুরু তখন,
ছিন্ন ভিন্ন প্রেমের ডালি,
স্বপ্ন গড়ায় মাটিতে এখন।
আবার কোনো বাদল দিনে,
কনক চাঁপার শৃঙ্গারে যে
নেবো,তোকে পুরোটা কিনে।
লালচে রঙা পুব আকাশে,
বাতাসে তখ

প্রথম প্রেম
একরাশ মনখারাপ ধুয়ে গেলো বৃষ্টির জলে।
শিমুলের হাতে হাত রেখে, কনকচাঁপা কত কথা বলে,
পশ্চিমের আকাশে আজ যেন, পুবের খেলা-
সূর্যোদয় ত্বরান্বিত, এই নাকি শুরু হবে ভোরবেলা।
এই জীবন, দাঁড়াও তো একটু খানি-
দেখত, এই অবেলায় কিসব হয়রানি?
খিলখিল করে হেসে ওঠে ঐ, কে যেন কয় কথা-
সবুজের মাঝে, চপলহাসি হাসে মাধবী লতা--
দুহাতে ধরে বলে আমায় বকুল-
"কেন বোঝনা, তোমার ভালোবাসায় মোরা আকুল।"
বাতাসে কান পেতে, সেঁজুতির ওম মাখে যত অশ্রুবর্ষণ,
বলি,"আয় বকুল, করি মোরা একান্তে রোজ বর্ষবরণ।"
রাঙিয়ে

সমুদ্রের কবিতা
ঝড়দিন একদিন
টেনে নিয়েছিল আমায়
তারপর আর ফেরা হয়নি,
সমবয়সী প্রেম চাপা পড়েছে স্নানের গল্পে।
লোকমুখে অসুখে
ভেসে গেছে যে নাম
মোহনা পেরিয়েছে
বুকের ভেতর একশো ঝিনুকবাড়ি। নীল হতে হতে
আঙুল ছুঁয়েছে ঈশ্বর #SanskritiBanerjee #freepoetry #poetry #Bahoman #BengaliPoetry #BahomanMagazine #freebengalipoetry #Magazine #ebook #onlinebengalipoetry #onlinemagazine #BahomanMagazine #kobita #sanskritibanerjee #somudrerkobita

মেঘলা রুট
মন থেকে মগজ
একটা ব্যস্ত রাস্তা।
বৃষ্টি হলে...
মলাট খুলে দাঁড়িয়ে পড়ি
খুচরোই কিনে নিই হজমিপ্রেম।
জাফরানি ঠোঁট কালেভদ্রে
মেঘ জমিয়ে রাখে,
কোমর ভিজে যায়
গোলাম আলীর মজলিসে... . #SanskritiBanerjee #poetry #Bahoman #BengaliPoetry #BahomanMagazine #Magazine #ebook #onlinemagazine #onlinebengalipoetry #onlineportey #kobita #freepoetry #freebengalipoetry #sanskritibanerjee

অবসরের কথারা
(১) ধরে রাখো হাত।
সময় বড় দস্যু জানেমন।
বাজি জিতে
নিয়ে যাবে সব। নিঃস্ব ধুলোর ভিতর
আমাদের আহ্লাদের
টিপ পড়ে আছে.. (২) মানুষ ফুরোবার আগেই সম্পর্ক ফুরিয়ে যায়।
ফুরোয় কথা,
ফিরে ফিরে ফিরে-আসবার টান,
আসনপিড়ির গপ্পো
বাঁচার মতো স্বাভাবিক আরও কতো কী... বিজ্ঞান যাই বলুক,
আমি জানি
কর্কট ঠিক কতোটা ছোঁয়াচে... #bahoman #bahomanmagazine #kobita #onlineportey #bengalipoetry #BahomanMagazine #onlinebengalipoetry #ebook #magazine #Magazine #BahomanMagazine #BengaliPoetry #poetr

নগর পত্তন
ধরুন আমি একটি নগর পত্তন করলুম...
অথচ তার মধ্য দিয়ে বইতে দিলাম তিতাস গোছের একটা নদীকে,
কিংবা ধানসিঁড়ি মতো পাখিদেরও ডেকে বসালাম অশোক মতো গাছটাই,
বললাম, লাল বটফল ঠোকরাও
এ- ডাল ও- ডাল ঘুরে দেখো, আমি নগর পত্তন করছি। মানুষবিহীন নগর, হোগলা পাতার নগর
জোনাক পোকার, নদীর নগর... জেনে রেখো, এই গরম নগরেও ফলাব থোকা থোকা আঙুর,
শুধু যুদ্ধহীন পাখিরা, খাবে বলে। #bahoman #bahomanmagazine #kobita #onlineportey #bengalipoetry #BahomanMagazine #ebook #onlinebengalipoetry #onlinemagazine #maga

থিওরি অব ড্রামা
ডাল-ভাতের দুপুর থেকে
পেঁয়াজ-আলুর ছাল-বাকল রাজধানীর সকাল-বাঁশিতে
আধ-ভেজা কালো প্লাস্টিক রাত জাগে বই-পড়া মোহর...
অদ্ভুত ঠেলারথ এসে দাঁড়ায় দোরে । বেকার যুবতী মন আবদারে জবজবে
বাঁশীটা বাজে, 'পোয়েটিক্স' ভুলে মোহর- সাজে খোসার মতো চুল ঠেলারথে রোজ ফেলে
তরুণ, বাঁশীটা বাজায় ভালো গোলাপি গালে আজ আবার ভাত রাঁধে, চুল আর বাঁধবেনা
মেয়েদের খোলা-চুলে দারুন তরুণ লাগে 'থিওরি অব ড্রামা' চাল- ডাল- জামা; মোহর- মোহর-
চলে এসো... আজ শূন্য মাথা তোমার, আমিও শূন্য । মোহনবাড়ি গ্রামে তোমার জন্য জমি ক

প্রেম-অপ্রেম
অব্যক্ত যন্ত্রনা; গার্হ্যস্থ নিঃশব্দে পুড়ে চলে;
নির্জন দুপুরগুলোতে
পরকীয়া ধীরে ধীরে যৌবন লাভ করে।
রাত্রির নিঃসঙ্কোচ নগ্নতায়
সতী হয়ে ওঠা তো
আমার নখের আগায়।
কুৎসিত লাস্যে “না পাওয়া”গুলো হঠাৎ রূপ পায়।
বলো, এই সুখকে কি অবহেলে যেতে দিতে পারা যায়?
মেঘের পর্দায় আগুন লেগেছে আজ বহুদিন
রক্তাক্ত বৃষ্টিরা বাষ্পীভূত হয় বিছানার ভাঁজে।
জ্বলতে থাকা আঁচে
স্বামীর পুরুষালী হাত আমার কাছে নপুংসক সমান !
প্রেম বহুদিন অপেক্ষা করেছিল আনাচে কানাচে।
পরকীয়া প্রেম? নাকি প্রেমহীন যৌনতা?
খু

অবিক্রিত
নীলনদ আর পিরামিড ছুঁয়ে
উচ্চৈঃশ্রবা হেঁকে মরে যায়
ব্যর্থ কেমন অনুগত হয়ে
ভালোবাসা পাওয়া এক জনমেতে
তার চেয়ে বরং ধৃষ্টতা থাক
ছিনিমিনি খেলে
পার হয়ে যাক
অতি অবহেলে
ইভ আদমের উপকথারা
গোধূলি বেলার শেষ লগনেতে! আমিও সে এক রাজপুত্তুর
দিগ্বিজয়ী হতে চেয়ে মরি
প্রাণের বদলে মন চেয়ে ফিরি
মানুষ-মানুষী ভালোবাসারা
তাজমহলের কোনায় কোনায়
কঙ্কাল হয়ে প্রাণের আশায়
শরীর পায়না আজ বহুযুগ!
শব্দজব্দ কবিতার খাতা
পাকদন্ডি প্রেমের আশায়
কবি অকবির অলস হুজুগ।
তবুও বলবো আমি ভালোবাসি
একবার নয় শ'