নগর পত্তন

ধরুন আমি একটি নগর পত্তন করলুম... অথচ তার মধ্য দিয়ে বইতে দিলাম তিতাস গোছের একটা নদীকে, কিংবা ধানসিঁড়ি মতো
পাখিদেরও ডেকে বসালাম অশোক মতো গাছটাই, বললাম, লাল বটফল ঠোকরাও এ- ডাল ও- ডাল ঘুরে দেখো, আমি নগর পত্তন করছি।
মানুষবিহীন নগর, হোগলা পাতার নগর জোনাক পোকার, নদীর নগর...
জেনে রেখো, এই গরম নগরেও ফলাব থোকা থোকা আঙুর, শুধু যুদ্ধহীন পাখিরা, খাবে বলে।
#bahoman #bahomanmagazine #kobita #onlineportey #bengalipoetry #BahomanMagazine #ebook #onlinebengalipoetry #onlinemagazine #magazine #BengaliPoetry #poetry