top of page

সমুদ্রের কবিতা


ঝড়দিন একদিন টেনে নিয়েছিল আমায় তারপর আর ফেরা হয়নি, সমবয়সী প্রেম চাপা পড়েছে স্নানের গল্পে। লোকমুখে অসুখে ভেসে গেছে যে নাম মোহনা পেরিয়েছে বুকের ভেতর একশো ঝিনুকবাড়ি।

নীল হতে হতে আঙুল ছুঁয়েছে ঈশ্বর