top of page

প্রথম প্রেম


একরাশ মনখারাপ ধুয়ে গেলো বৃষ্টির জলে। শিমুলের হাতে হাত রেখে, কনকচাঁপা কত কথা বলে, পশ্চিমের আকাশে আজ যেন, পুবের খেলা- সূর্যোদয় ত্বরান্বিত, এই নাকি শুরু হবে ভোরবেলা। এই জীবন, দাঁড়াও তো একটু খানি- দেখত, এই অবেলায় কিসব হয়রানি? খিলখিল করে হেসে ওঠে ঐ, কে যেন কয় কথা- সবুজের মাঝে, চপলহাসি হাসে মাধবী লতা-- দুহাতে ধরে বলে আমায় বকুল- "কেন বোঝনা, তোমার ভালোবাসায় মোরা আকুল।" বাতাসে কান পেতে, সেঁজুতির ওম মাখে যত অশ্রুবর্ষণ, বলি,"আয় বকুল, করি মোরা একান্তে রোজ বর্ষবরণ।" রাঙিয়ে মন, রাঙিয়ে আকাশ বলেছে সূর্য, বিদায়বেলা। কেন এত তড়িঘড়ি, দুটো কথা শুনে যাও গোধূলিবেলা। চলার পথে, মনের অজান্তে, ঝড়ে কত বকুলের দল- সন্ধ্যে হয়, তারারা হাসে, আকাশে শুধু জ্যোৎস্নার ঢল। বিরহী মন প্রহর জাগে, ভালোবাসা বানভাসি। বন্দী ঘরের, খুপরি জানালায় খুঁজি তোমায়, অপেক্ষা ভালোবাসি। কল্পনা জালে বোনা, সুদীর্ঘ কেশরাশি বিছিয়েছি আজও মন যে উদ্বেল। আজও খুঁজি তোমায়, সেই প্রথম প্রেম, আমি এক রাপুঞ্জেল।

#শমপবযনরজ #freepoetry #poetry #Bahoman #BengaliPoetry #BahomanMagazine #freebengalipoetry #Magazine #ebook #kobita #onlineportey #bahoman

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
bottom of page