দুর্গা তুমি কার জন্য আসো ? ?

দুর্গা তুমি কার জন্য আসো ?
খড়ের বাঁধন, মাটির লেপন
নির্ঘুম চোখে পটুয়া
স্যাঁতস্যাঁতে ঘর, এদো গলি
দিনান্তে দিন খাওয়া।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
সাঁঝের বেলা কাঁচের চুড়ি,
সস্তা মেকআপ দরজা খুলি,
গলির মোড়ে বাবুর ভিড়,
জীবন যেন মরার খুলি।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
লোকাল ট্রেনে, কাকভোরে
বস্তা মাথায় চালের মাসি,
আঁচল হাতে তোলাবাজ,
ভাগ জোটেনি টেনে ধরে সায়ার রশি।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
মুষ্টিবদ্ধ রুক্ষচুল খিদের
পেটেয় জোটে কিল চড় আর লাথি,
দুধ পায়না কোলের ছেলে
দুগ্ধ স্নানে মহেশ্বর জ্বলছে শ্রাবণের বাতি।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
ছোট্ট মেয়ে ইস্কুলে যায় নতুন শাড়ি,
ত্রস্ত পায়ে পৌঁছনোর তড়িঘড়ি,
লোলুপ দৃষ্টি, স্যারের ছোবল
কাঁদলে দেখায় বেতের ছড়ি।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
কনের সাজে ছাতনা তলায়
বধুর বেশে স্বপ্ন চোখে কন্যা,
পণের দায়ে মর্গে শরীর পুলিশ চেনায়,
বাবার চোখে অশ্রু বন্যা।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
বেশ্যাবাড়ির ভেজা মাটি
পূজোর থালায় ষোড়শ উপাচার,
জারজ মেয়ে কলঙ্ক মাখা
নেই তার অঞ্জলির অধিকার।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
সালংকারা দামি শাড়ি
জোরহাতে প্রার্থনাতে বেনেবউ,
সুরার বান সোনার হারে বাবু,
বেশ্যাপাড়ায় প্রেমের ঢেউ।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
একশো প্রদীপ আরও আটটা
জুড়ে নাম হয় পূজো সন্ধি
ছেলে মঙ্গলে কাঁদে যে মা,
বৃদ্ধাশ্রমেই শোনে
হাসি- কান্নার যুগল বন্দী।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
সিঁদুর খেলা মিষ্টি মুখ বাজছে
ঢাক পালার নাম বিসর্জন,
পিশাচের হাতে বন্দী মেয়ে
চলছে তার সতীত্ব হরণ।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
পিশাচের হাতেই পূজো
তোমার পিশাচের হাতেই তোমার মরণ,
কালশিটে হাত,
নগ্ন শরীর রক্ত মোছে স্তব্ধ যে হয়না রক্তক্ষরণ।
দুর্গা তুমি কার,
তুমি কার জন্য আসো ?
#দরগতমকরজনযআস #Durgatumikarjonnoaso #poetry #bengalipoetry #durgapuja #durgapuja2018 #DurgaPuja #PujaPoetry #DurgaPujaPoetry #DurgapujaS #দরগ