top of page

ফিসফাস


অনেকদিন বাদে স্যান্ডি আর আমি অনস্ক্রিন একসঙ্গে। স্যান্ডি অ্যাঙ্কর, আমি দাঁড়াব নিউজরুম লাইভে। স্বাভাবিক ভাবেই অফিসের সব থেকে ফিচেল ছেলে গ্রাফিক্সের সুজয় যথারীতি নানান সরস মন্তব্যে ভরিয়ে দিয়েছে। বাকিরা হেসে কুটিপাটি। আসলে স্যান্ডির আর আমার বিয়ে ঠিক হওয়া ইস্তক অফিসে সরস ফিসফাস। যাঁরা স্যান্ডির প্রথম গোয়েন্দাগিরির খবর রাখেন না তাঁদের জন্যে সংক্ষেপে একটু পরিচয় দিয়ে নিই। স্যান্ডি, স্যন্দিকা মুখার্জি চ্যানেল ফাইভ-এর সিনিয়ার রিপোর্টার তথা অ্যাঙ্করিং বিভাগের এইচ-ও-ডি। আমি, সাক্ষর চট্টোপাধ্যায় চিফ রিপোর্টার।

হঠাত্ কানে লাগানো টকব্যাকে পিসিআর (প্রোডাকশন কন্ট্রোল রুম) থেকে প্রোডিউসার মিনুর (মৃন্ময়) নির্দেশ ভেসে আসে।